Select Language : |
|
Teacher Login Student Login | |
![]() |
Latest News : |
|
প্রধান শিক্ষক এর বাণী...
প্রিয় শিক্ষার্থী,
প্রত্যাশা মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছ। প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আমাদের ভাবতে হচ্ছে আমরা আমাদের মেধা ও মননে কতটুকু শিক্ষা ও জ্ঞানে পরিনত হতে পেরেছি।
উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই উন্নয়নের জয়যাত্রা। কিন্তু আমাদের নিজেদের দিকে ফিরে তাকিয়ে হাসিমুখ আর ধরে রাখতে পারিনা কেননা আমরা এখনো অনেক পিছনে। প্রযুক্তি বা বিশ্বায়নের ধারাবাহিকতায় হাতের মুঠোয় শিক্ষা চেতনা কর্মদক্ষতায় এখন এগিয়ে যাওয়ার পালা। তোমাদের অগ্রযাত্রায় আমিও একজন সহযাত্রী। তোমাদের সেবায় আমি আমাকে উৎসর্গ করতে চাই। তোমাদের শিক্ষা ও শিক্ষণে আমি সর্বাত্মক প্রচেষ্টা ও আধুনিকায়নের সবরকম প্রচেষ্টা চলমান রাখতে বদ্ধ-পরিকর।
তোমাদের অনেক অনেক প্রতিভা রয়েছে আমি চাই তোমাদের সেই অঙ্কুরিত প্রতিভার বিকাশ ঘটুক। দেখতে চাই শহীদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সবার চেয়ে সেরা। আর সেজন্যে তোমাদের সহযোগিতায় রয়েছে স্বনামধন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী ও কর্মচারী বৃন্দ। সবার সহযোগিতা ও পরামর্শে তোমরা হয়ে উঠবে অনন্য। তোমাদের সাফল্যই আমার কামনা তাই তোমাদের স্বপ্নজয়ের লক্ষ্যে শহীদনগর উচ্চ বিদ্যালয় হোক স্বপ্ন সোপান।
শুধু পাঠ্য বই নয় প্রকৃতির অপার রহস্য জানতে লাইব্রেরি-বাগান-ভ্রমণ ও গবেষণা-বক্তৃতা -প্রতিযোগিতা এবং সৃজনশীল কাজে চাই তোমাদের অবাধ বিচরণ। বিজ্ঞানের জয়যাত্রায় সারথি হতে হবে বিজ্ঞানের প্রতিটি গঠনমূলক তথ্যের সাথে পরিচিত হবে এবং নিজেদের প্রয়োজনীয় কাজ নিজেরাই করতে প্রচেষ্টা রাখবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করবে তথ্য সংগ্রহ থেকে শুরু করে প্রতিটি কাজ আলোচনা করে সহপাঠীদেরও উৎসাহিত করবে। তোমরাই আগামী দিনের আশার আলো আমি চাই আমাদের চারপাশ সে আলোয় জ্বলজ্বল করে আলোকিত করবে। যেকোন প্রয়োজনে নিরদ্বিধায় আমার স্মরনাপন্ন হবে আমার সর্বোচ্চ সাহায্য থাকবে তোমাদের জন্যে। প্রত্যাশা তোমরা সফলকাম হবে, তোমাদের দোয়া থাকলে আমাদের লক্ষ্য অর্জিত হবে ইনশাআল্লাহ....
সম্মানিত অভিভাবক আপনাদের প্রতি কিছু কথা, আপনার সন্তানের জন্য আপনিই একজন আদর্শ শিক্ষক উত্তম চরিত্র গঠনে আপনার ভূমিকা সর্বাগ্রে ধর্মীয় সামাজিক শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দপূর্ণ শিক্ষা আপনার কাছ থেকে যেন পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং খারাপ পরিবেশ হতে যথাসম্ভব দূরে রাখবেন আর আমরা যেন আপনার সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি তার উপযুক্ত পরিবেশে সহায়ক হবেন সে আশা রাখছি... আজ শিক্ষা সেবাদানের যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, সে দ্বায়িত্ব পালনে যেন সচেষ্ট থাকি সে মনোবল রাখতে পারি মহান আল্লাহর নিকট সে পার্থনা রইলো।
তবে আজ শিক্ষাদান পেশার যে মহান ব্রত আমাদের কাছে এসে পৌঁছেছে এর পিছনে যাঁদের অপরিসীম আত্মত্যাগে প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞানার্জনের শিক্ষালয় এবং যাদের হাত ধরে সৃষ্টি হয়েছে বর্ণ পরিচয় তাঁদের প্রতি রইলো অপরিমেয় সম্মান ও শ্রদ্ধা। আজ এই দ্বায়িত্বের সম্মান রক্ষার্থে যেন আদর্শিক ভাবে কাজ করতে পারি তার জন্য সুদৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ব।
আজকের শহীদনগর উচ্চ বিদ্যালয় গোড়াপত্তন থেকে শুরু করে অদ্যাবধি যাঁরা শ্রম-অর্থ-মেধা দিয়ে এই আদর্শ বিদ্যাপীঠ গড়ে তুলেছেন তাঁদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ আপনাদের প্রতি আমার আহ্বান এ প্রতিষ্ঠানের সম্মানার্থে আপনার দ্বায়িত্ব যথাযথ পালন করবেন এবং আপনারা শিক্ষার্থীদের প্রতি সদয় ব্যবহার ও আদর্শ শিক্ষার সহায়ক হবেন সে প্রত্যাশা রাখি। মনে রাখবেন আমিও আপনাদের পাশে আছি আপনাদেরই একজন হয়ে। যেকোন প্রয়োজনে বিচলিত হবেন,প্রত্যাশা শহীদনগর উচ্চ বিদ্যালয় হোক আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান" আশা নয় বিশ্বাস নিরাশ করবেন না...
সবার মঙ্গলময় শুভকামনায়, আল্লাহ আমাদের সহায় হোন আমীন...
মোঃ সাহাব উদ্দিন ঢালী
প্রধান শিক্ষক,
শহীদনগর উচ্চ বিদ্যালয়
গফরগাঁও, ময়মনসিংহ।
|